গোপালগঞ্জ জেলার ১৪ টি ইউনিয়ন নিয়ে কাশিয়ানী থানা গঠিত। এককালে একটি বিখ্যাত গ্রাম ছিল ।১৯০৮ সালে মুকসুদপুরকে ভেঙ্গে কাশিয়ানী একটি সতন্ত্র থানা হিসেবে প্রতিষ্ঠিত হয়। ১৯৮৩ সালে কাশিয়ানী মানউন্নিত থানায় রুপান্তরিত হয়।
কাশিয়ানী উপজেলার অবস্থান ৩০০১৪র্ উত্তর অক্ষাংশ এবং ৮৯০১২র্ পূর্ব দ্রাঘিমাংশে অবস্থিত।কাশিয়ানী উপজেলার উত্তরে ফরিদপুর জেলার বোয়ালমারী উপজেলা, পশ্চিমে আলফাডাংগা পুর্বে গোপালগঞ্জ জেলার মুকসুদপুর উপজেলা এবং দক্ষিনে গোপালগঞ্জ সদর উপজেলা ।
এ উপজেলার নামকরন নিয়ে দুটি ভিন্ন মত প্রচলিত আছে ।নওয়াব আলীবর্দি খাঁর আমলে এই অঞ্চলের জমিদার ছিলেন বাবু দর্পনারায়ণ সেন। নিজ গ্রামে তিনি স্থাপন করেছিলেন কাশীনাথ দেবের ৫টি মূর্তি সহ ৫টি সুদৃশ্য মন্দির। কাশীনাথ দেবের নামানুসারে এ অঞ্চলের নাম হয় । অন্যমতে শোনা যায় যে, এ অঞ্চলে পূর্বে প্রচুর কাশফুল হতো, এজন্য এ উপজেলার নাম হয়েছে কাশিয়ানী।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS