Wellcome to National Portal

কাশিয়ানী উপজেলা তথ্য বাতায়নে স্বাগতম! Welcome to Kashiani upazila information portal! কাশিয়ানী উপজেলা তথ্য বাতায়নে স্বাগতম! Welcome to Kashiani upazila information portal!

মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

জন্ম ও মৃত্যু নিবন্ধনের তথ্য প্রেরণ প্রসঙ্গে । সকল ইউনিয়ন। অতীব জরুরী!  নোটিশে ছক সংযুক্ত


Image
Title
ওড়াকান্দি ঠাকুর বাড়ী
Details

ওড়াকান্দি

কাশিয়ানী থানার একটি ইউনিয়ন ২৩২১র্ উত্তর অক্ষাংশ এবং ৮৯৪৯ পূর্ব দ্রাঘিমাংশে এর অবস্থান।  ব্যাপক সংখ্যক শিক্ষাত নমঃশূদ্র হিন্দু এই ইউনিয়নে বাস করে। শ্রী শ্রী হারিচাঁদ ঠাকুরের লীলাক্ষত্র এবং মতুয়া সম্প্রদায়ের মহাতীর্থ হিসেবে সনাতন ধর্মাবলম্বীদের কাছে এটি পবিত্র স্থান। প্রায় দুইশত বছর আগে ১২১৮ বঙ্গাব্দের ফাল্গুন মাসে ওড়াকান্দির পার্শ্ববর্তী সাফলিডাঙ্গা গ্রামে শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুর জন্মগ্রহণ করেন। ডাক্তার মিড মিশনারি ছেড়ে হরিচাঁদ ঠাকুরের পুত্র দেব ঠাকুরের শিষ্যত্ব গ্রহণ করেন এবং শ্রীধাম ওড়াকান্দি প্রতিষ্ঠা করার ক্ষত্রে পৃষ্ঠপোষকতা করেন। হিন্দু-মুসলিম নির্বিশেষে সকল ধর্মের লোক এই মতুয়া ধর্মালোন্দলনে শরিক হন। মুক্তিযুদ্ধের সময় দক্ষণাঞ্চলের শরনার্থীরা এখানে এসে আশ্রয় নিত।

অবস্থান: 

ওড়াকান্দি, কাশিয়ানী,গোপালগঞ্জ

কাশিয়ানী উপজেলা তথ্য বাতায়ন সম্পর্কে যে কোন পরামর্শ বা মতামত থাকলে জানানোর অনুরোধ রইলো। ধন্যবাদ