উপজেলাধীন মহেশপুর ইউনিয়নের ৩নং ওয়ার্ডের দক্ষিণাচলে অবস্থিত । মহেশপুর ইউনিয়নের হিরণ্যকান্দীতে ( ঢাকা-খুলনা) হাইওয়ে রোডের দক্ষিণপার্শ্বে তাকালেই দেখা যাবে শত বছরের সেই পুরনো আম গাছটি চুল এলোমেলো করে দাড়িয়ে আছে ।
গাছটির বয়স আনুমানিক ১৫০বছর।
এখানে প্রায় সারা বছরই দর্শনার্থীরা আসেন। বিশেষ করে ঈদুল ফিতর,ঈদুল আযহা, পহেলা বৈশাখ, ইংরেজী নববর্ষসহ বিভিন্ন সামাজিক উৎসবে উপচে পড়া ভিড় হয় । এক রকম গ্রাম্য মেলার মত সৃষ্টি হয়।
কিভাবে যাওয়া যায়:
ভাটিয়া পাড়া গোল চত্বর হতে কালনা-টেকেরহাট লোকাল বাসে বা অটো ভ্যানে যাওয়া যায়। উপজেলা সদর হতে পোনা বাসস্ট্যন্ড বা মাজড়া হয়ে অটো ভ্যানে সহজে যাওয়া যায়।