Wellcome to National Portal

কাশিয়ানী উপজেলা তথ্য বাতায়নে স্বাগতম! Welcome to Kashiani upazila information portal! কাশিয়ানী উপজেলা তথ্য বাতায়নে স্বাগতম! Welcome to Kashiani upazila information portal!

মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

জন্ম ও মৃত্যু নিবন্ধনের তথ্য প্রেরণ প্রসঙ্গে । সকল ইউনিয়ন। অতীব জরুরী!  নোটিশে ছক সংযুক্ত


কার্যবিবরণী ও গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার

উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়

কাশিয়ানী, গোপালগঞ্জ

 

অক্টোবর/২০১২ মাসে অনুষ্ঠিত উপজেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভার কার্যবিবরণী

 

সভাপতি                    ঃ   জনাব সুব্রত ঠাকুর, চেয়ারম্যান , উপজেলা পরিষদ, কাশিয়ানী, গোপালগঞ্জ ।

সভার স্থান ঃ   উপজেলা পরিষদ সম্মেলন কক্ষ

সভার তারিখ               ঃ   ০৭ অক্টোবর, ২০১২

সময়                         ঃ   সকাল ১১ঃ ০০ মিঃ ।

উপস্থিত সদস্যবৃনদ  ঃ   পরিশিষ্ট   ক  ।

 

                             সভাপতি উপস্থিত সকলকে স্বাগত জানিয়ে সভার কাজ শুরম্ন করেন । অতঃপর সভাপতির অনুমতিক্রমে উপজেলা নির্বাহী অফিসার, কাশিয়ানী, গোপালগঞ্জ বিগত ০৫-০৯-২০১২ খ্রিঃ তারিখে অনুষ্ঠিত সভার কার্যবিবরণী পাঠ করে শুনান। কোন প্রকার সংশোধনী না থাকায় তা দৃঢ়িকরণ করা হয়।  অতপর স্ব-স্ব বিভাগীয় কার্যক্রম উপস্থাপনের জন্য সংশিস্নষ্ট বিভাগের কর্মকর্তাদের অনুরোধ করা হয় । বিসত্মারিত আলোচনামেত্ম নিম্নরম্নপ সিদ্ধামত্ম গৃহিত হয় ।

 

১।  জনস্বাস্থ্য বিভাগঃ

ক্রঃ নং

আলোচনার বিষয়

সিদ্ধামত্ম / সুপারিশ

বাসত্মবায়নে

০১

          চলতি বছরে প্রাপ্ত গভীর নলকূপ বিভিন্ন ইউনিয়নে বরাদ্দ দেয়া হয়েছে এবং উহা স্থাপনের কাজ চলছে। আগামি মাসের মাধ্যে কার্যক্রম সম্পন্ন করা সম্ভব হবে। বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যানবৃন্দ জানান টিউবওয়েল সমুহ নির্ধারিত গভীরতায় স্থাপন করা হচ্ছেনা । অধিকাংশ ÿÿত্রে ৪০০/৪৫০ ফুট গভীরতার পর হার্ড লেয়ার পাওয়ায় নির্ধারিত গভীরতা পর্যমত্ম পৌছানো সম্ভব হযনা । ফলে কাংখিত মানের পানি পাওয়া যায় না ।

 

 

১। প্রাক্কলন অনুযায়ী যাতে সঠিকভাবে নলকুপ স্থাপন করা হয় সে বিষয়টি সংশিস্নষ্ট বিভাগ / দপ্তর নিশ্চিত করবেন । সংশিস্নষ্ট প্রাপকের প্রত্যয়ন সাপেÿÿ  

 বিল পরিশোধ করা হবেনা মর্মে সিদ্ধামত্ম হয় । 

সহকারী প্রকৌশলী,

জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর, কাশিয়ানী ।

 

২। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর ঃ

ক্রঃ নং

আলোচনার বিষয়

সিদ্ধামত্ম / সুপারিশ

বাসত্মবায়নে

০১

 উপজেলা প্রকৌশলী, কাশিয়ানী চলতি অর্থ বছরে এডিপি খাতে কোনো বরাদ্দ পাওয়া যায়নি। তিনি আরো জানান উপজেলা পরিষদের গেজেটেড কোয়ার্টার, হাসনাহেনা ভবন, দোয়েল ভবন, ডরমেটারী ভবন, উপজেলা পরিষদ সভাকক্ষ, উপজেলা পরিষদ ভবন, কৃষি ভবনসহ অন্যান্য ভবনাদি জরম্নরী ভিত্তিতে মেরামত করা একামত্ম প্রয়োজন। 

 

 সভায় উপজেলা প্রকৌশলীর প্রসত্মাব অনুযায়ী মেরামতযোগ্য ভবনসমূহের প্রাক্কলন তৈরী করে বরাদ্দ প্রাপ্তির জন্য উর্ধ্বতন কর্তৃপক্ষ বরাবরে প্রেরণ করার জন্য অনুরোধ করা হয়।

   উপজেলা প্রকৌশলী কাশিয়ানী।

৩।  স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিভাগঃ

ক্রঃ নং

আলোচনার বিষয়

সি্দ্ধামত্ম/ সুপারিশ

বাসত্মবায়নে

০১

   উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা জানান স্বাস্থ্য কমপেস্নক্সে একজন এফসিপিএস (গাইনী) ডাক্তার যোগদান করেছেন। এ সংক্রামত্ম রোগী প্রেরনের জন্য তিনি অনুরোধ করেন ।  তিনি হাসপাতালের সামনে/রাসত্মর পাশে মাটি ভরাটের জন্য সভাপতির সদয় দৃষ্টি আকর্ষণ করেন।

     ডাক্তারের কোনো পদ শূন্য থাকলে পদায়নের জন্য উর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে যোগাযোগ রক্ষা করার জন্য উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তাকে অনুরোধ করা হয়।

   উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা, কাশিয়ানী । 

 

। পরিবার পরিকল্পনা অধিদপ্তরঃ

 

ক্রঃ নং

আলোচনার বিষয়

সি্দ্ধামত্ম/ সুপারিশ

বাসত্মবায়নে

০১

    উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা এর পÿÿ জনাব উদ্ধব চন্দ্র পান্ডে তার বিভাগীয় কার্যক্রম সভায় পাঠ করে শুনান।  সার্বিক কার্যক্রম সমেত্মাষজনক বলে তিনি সভাকে অবহিত করেন ।

     মাঠ পর্যায়ে পরিবার পরিকল্পনার বিভিন্ন পদ্ধতি গ্রহণে জনসাধারণকে সচেতন করা / অবহিত করার জন্য মাঠ পর্যায়ের কর্মচারীদের প্রতি নির্দেশ প্রদানের জন্য দপ্তর প্রধানকে  অনুরোধ করা হয় । 

    উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা  কাশিয়ানী ও ইউপি চেয়ারম্যানবৃন্দ।

 

৫।  কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ঃ

 

ক্রঃ নং

আলোচনার বিষয়

সি্দ্ধামত্ম / সুপারিশ

বাসত্মবায়নে

০১

    উপজেলা কৃষি অফিসার তার বিভাগের কার্যক্রম সভায় উপস্থাপন করেন ।সরকারীভাবে বিতরনকৃত চারার বিষয়ে আলোচনা হয় । 

    বিতরণকৃত চারার মাষ্টাররোল আগামি সভায় উপস্থাপনের জন্য উপজেলা কৃষি অফিসার, কাশিয়ানীকে অনুরোধ করা হয়।

   উপজেলা কৃষি অফিসার, কাশিয়ানী ।

 

 

৬। মৎস্য ও প্রাণিসম্পদ বিভাগ ঃ

     

আলোচনার বিষয়

সিদ্ধামত্ম / সুপারিশ

বাসত্মবায়নে

০১

       উপজেলা মৎস্য কর্মকর্তা, কাশিয়ানী জানান মৎস্য উন্নয়ন প্রকল্পের আওতায় উপজেলার বিভিন্ন স্থানে উন্মুক্ত জলাশয়ে মাছের পোনা অবমুক্ত করা হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার পোনা অবমুক্ত করণের সময় উপস্থিত ছিলেন বলেও উপজেলা মৎস্য কর্মকর্তা সভাকে জানান।

 

      চেয়ারম্যান, হাতিয়াড়া ইউনিয়ন পরিষদ সভাকে জানান যে, সম্প্রতি জেলেদের একটি জরীপ করা হয়েছে । তিনি জানান তার ইউনিয়নে ৮৫% লোক মৎসের উপর নির্ভরশীল। কিন্তু অনেক লোক তালিকা থেকে বাদ পড়েছে। উহাদের তালিকাভূক্তির বিষয়ে তিনি উপজেলা মৎস্য কর্মকর্তার সদয় দৃষ্টি আকর্ষণ করেন। উপজেলা মৎস্য কর্মকর্তা জানান জরিপের কার্যক্রম শুরম্ন হয়েছে মাত্র । কার্যক্রম বাসত্মবায়নের ÿÿত্রে অবশ্যই সর্তকতা অবলম্বন করা হবে । 

    চলমান কার্যক্রম বিধি মোতাবেক বাসত্মবায়নের সিদ্ধামত্ম গৃহিত হয় ।

    উপজেলা মৎস্য কর্মকর্তা, কাশিয়ানী, গোপালগঞ্জ ।

 ০২

      উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা সভায় জানান ইনসেনটিভ বার্ড ফ্লু এবং অন্যান্যভাবে ক্ষতিগ্রস্থদের মুরগী ক্রয়ের নিমিত্ত সহযোগিতা প্রদান করা হয়েছে । 

    ক্ষতির পরিমাণ নিরুপণ করে চলতি অর্থ বরাদ্দ পাওয়ার বিষয়ে পরবর্তী প্রয়েঅজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সুপারিশ করা হয় ।

  উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা, কাশিয়ানী ।

 

৭। ত্রাণ অধিদপ্তর ঃ

ক্রঃ নং

আলোচনার বিষয়

সিদ্ধামত্ম / সুপারিশ

বাসত্মবায়নে

০১

   সভায় উপজেলা প্রকল্প বাসত্মবায়ন অফিসার জনাব মোঃ আলাউদ্দিন জানান যে, ৪০ দিনের কর্মসূচি, কাবিখা, কাবিটা সহ অন্যান্য কার্যক্রম যথানিয়মে চলছে ।

    ত্রাণ অধিদপ্তরের কার্যক্রম বাসত্মবায়নে সতর্ক থাকার জন্য সংশ্লিষ্ট সকলকে অনুরোধ করা হয় ।

উপজেলা প্রকল্প বাসত্মবায়ন কর্মকর্তা এবং ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানবৃন্দ

 

 

 

৮। সমাজসেবা অধিদপ্তর ঃ

ক্রঃ নং

আলোচনার বিষয়

সিদ্ধামত্ম / সুপারিশ

বাসত্মবায়নে

০১

   সভায় উপজেলা সমাজসেবা অফিসার জানান যে, উর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশ মোতাবেক প্রতিবন্ধিতা সনাক্তকরণ জরিপ আলোচনা হয় যে, কোন ভাতাভোগী মারা গেলে নমিনিকে ভাতা প্রদানের ক্ষেত্রে অনেক জটিলতা সৃষ্টি হয় । উহা নিরসনে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা আবশ্যক বলে সভায় চেযারম্যানবৃন্দ প্রস্তাব করেন।

   কোন জটিলতা ছাড়া ভাতাভোগীর নমিনিকে ভাতা প্রদানের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য উপজেলা সমাজসেবা অফিসার, কাশিয়ানীকে অনুরোধ করা হয়।

উপজেলা সমাজসেবা  অফিসার, কাশিয়ানী ।

 

৯। প্রাথমিক শিক্ষা  অধিদপ্তর ঃ

ক্রঃ নং

আলোচনার বিষয়

সিদ্ধামত্ম/ সুপারিশ

বাসত্মবায়নে

০১

       উপজেলা শিক্ষা অফিসার সভায় জানান বঙ্গবন্ধু ও বঙ্গমাতা ফুটবল টুর্নামেন্টের ফলাফল বর্ণনা করেন। তিনি জানান উপজেলা পর্যায়ে বিজয়ী দল জেলা পর্যায়ে গমনের জন্য যানবাহন প্রয়োজন। প্রয়োজনীয় যানবাহন সরবরাহ দেয়ার জন্য সংশিস্নষ্টদের উপজেলা নির্বাহী অফিসার আশ্বস্থ  করেন।

      সকল খেলোয়াড়বৃন্দ যাতে অংশগ্রহণ করেন সে বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের জন্য উপজেলা শিক্ষা অফিসার, কাশিয়ানীকে অনুরোধ করা হয় ।

উপজেলা শিক্ষা অফিসার, কাশিয়ানী ।

 

১০।  উপজেলা মহিলা বিষয়ক  অধিদপ্তর ঃ

ক্রঃ নং

আলোচনার বিষয়

সিদ্ধামত্ম/ সুপারিশ

বাসত্মবায়নে

০১

   উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা জানান বিধবা ও স্বামী পরিত্যক্তা ভাতা বিতরণ কাজ যথানিয়মে চলছে। প্রতি মাসের ২০ তারিখের আগে ভিজিডি কার্ডের ডিও ছাড়ার বিষয়ে সভায় আলোচনা হয় ।

     প্রতি মাসের ২০ তারিখের কমপক্ষে ৭ দিন পূর্বে ভিজিডি ডিও প্রস্ত্তত করে স্বাক্ষরের প্রয়োজনীয় ব্যবস্থা  গ্রহণের জন্য উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তাকে অনুরোধ করা হয় ।

উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা, কাশিয়ানী

১১।  যুব উন্নয়ন  অধিদপ্তর ঃ

ক্রঃ নং

আলোচনার বিষয়

সিদ্ধামত্ম / সুপারিশ

বাসত্মবায়নে

০১

       উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা সভায় জানান  যে, ১৫ আগষ্ট, ২০১২ জাতীয় শোক দিবস উপলক্ষ্যে ৩,৭০,০০০/- টাকার চেক উপজেলা নির্বাহী অফিসার মহোদয়ের উপস্থিতিতে বিতরণ করা হয়েছে ।  এছাড়া অন্যান্য কার্যক্রম সমেত্মাষজনকভাবে এগিয়ে চলছে।

     সার্বিক কার্যক্রম সমেত্মাষজনক মর্মে সকল সদস্যবৃন্দ একমত পোষণ করেন। ন্যাশনাল সার্ভিস কর্মচারীগণ যাতে নিয়মিত বেতন-ভাতাদি প্রাপ্ত হন সে বিষয়ে ব্যবস্থা গ্রহণের জন্য উপজেলা যুব উন্নয়ন অফিসার, কাশিয়ানীকে অনুরোধ করা হয় ।

    উপজেলা যুব উন্নয়ন অফিসার, কাশিয়ানী ।

১২। পলস্নী উন্নয়ন বিভাগ ঃ

ক্রঃ নং

আলোচনার বিষয়

সিদ্ধামত্ম / সুপারিশ

বাসত্মবায়নে

০১

 সভায় উপজেলা পল্লী উন্নয়ন অফিসার জানান একটি বাড়ী একটি খামার প্রকল্পের আওতায় অত্র কাশিয়ানী উপজেলার মহেশপুর, কাশিয়ানী, ওড়াকান্দি ও নিজামকান্দি ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডে ০২ টি সমিতি / দল গঠন করে কার্যক্রম পরিচালিত হচ্ছে । সার্বিক কার্যক্রম সমেত্মাষজনক বলে তিনি সভাকে অবহিত করেন।

    একটি বাড়ী্ একটি খামার প্রকল্পের কাজ তদারকি করার জন্য উপজেলা পলস্নী উন্নয়ন অফিসার, কাশিয়ানীকে অনুরোধ করা হয় ।

উপজেলা পলস্নী উন্নয়ন অফিসার, কাশিয়ানী ।

 

১৩। উপজেলা পরিষদ সংক্রামত্ম আলোচনাঃ

ক্রঃ নং

আলোচনার বিষয়

সিদ্ধামত্ম / সুপারিশ

বাসত্মবায়নে

০১

     উপজেলা প্রকৌশলী সভাকে জানান যে, উপজেলা পর্যায়ে নতুন কমপেস্নক্স ভবনের মাষ্টার পস্ন্যান প্রণয়ন বাবদ সার্ভে করা হয়েছে। উহার সার্ভে বাবদ ৫০,০০০/- টাকার বিল পাওয়া গিয়েছে । উপজেলা রাজস্ব তহবিল হতে উক্ত টাকা পরিশোধ করার জন্য উপজেলা নির্বাহী অফিসারকে অনুরোধ করা হয়।

    সার্ভে বিল পরিশোধের জন্য সর্বসম্মতিক্রমে সিদ্ধামত্ম গৃহীত হয়।

  সভাপতি এবং উপজেলা নির্বাহী অফিসার, কাশিয়ানী।

 

০২

    উপজেলা নির্বাহী অফিসার জানান উপজেলা পরিষদের ভূমি উন্নয়ন কর বাবদ ২,০০০/- (দুই হাজার) টাকা পরিশোধ করা হয়েছে । উহার পরিশোধ ও অনুমোদন প্রদানের বিষয়ে সভায় আলোচনা হয়।

    ভূমি উন্নয়ন করের টাকা উপজেলা রাজস্ব তহবিল হতে পরিশোধের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য উপজেলা নির্বাহী অফিসারকে অনুরোধ করা হয়।

   উপজেলা নির্বাহী অফিসার, কাশিয়ানী ।

 

০৩

    উপজেলা মহিল ভাইস-চেয়ারম্যান মোছাঃ শামচুন্নাহার ১০,৩০০/- (দশ হাজার তিনশত) টাকার একটি ভ্রমণ ভাতার বিল উপস্থাপন করেন। তিনি উহা অনুমোদনের জন্য সুপারিশ করেন ।

     সভায় বিসত্মারিত আলোচনামেত্ম সর্বসম্মতিক্রমে মহিলা ভাইস-চেয়ারম্যান কর্তৃক দাখিলকৃত বিল অনুমোদিত হয়। অতঃপর বিধি মোতাবেক বিলটি পরিশোধ করার জন্য উপজেলা নির্বাহী অফিসারকে অনুরোধ করা হয় । 

  উপজেলা নির্বাহী অফিসার, কাশিয়ানী ।

 

সভায় আর কোন আলোচনা না থাকায় সকলকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে সভার সমাপ্তি ঘোসনা করা হয় ।

 

     

 

 

   সুব্রত ঠাকুর

  উপজেলা পরিষদ চেয়ারম্যান

   কাশিয়ানী উপজেলা পরিষদ

   ও

    সভাপতি

     উপজেলা উন্নয়ন সমন্বয় কমিটি

 

 

নং-০৫.৩০.৩৫৪৩.০০৩.০১.০০১.১১-৪৪৪ (৫০)                                       তারিখঃ  ০২-১০- ২০১২ খ্রিঃ

 

        অনুলিপি সদয় অবগতি/কার্যার্থে ঃ

১।     মাননীয় সংসদ সদস্য, ২১৫ নির্বাচনী এলাকা, গোপালগঞ্জ-১ ও গোপালগঞ্জ-২

২।     সচিব, স্থানীয় সরকার বিভাগ, স্থানীয় সরকার পলস্নী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়, বাংলাদেশ সচিবালয়, ঢাকা ।

৩।     জেলা প্রশাসক, গোপালগঞ্জ ।

৪।     উপ-পরিচালক, স্থানীয় সরকার, জেলা প্রশাসকের কার্যালয়, গোপালগঞ্জ ।

৫।     উপজেলা. .. . . . . . . . . . . . . . . . . . . . অফিসার, কাশিয়ানী, গোপালগঞ্জ ।

৬।     চেয়ারম্যান, . . . . . . . . . . . . . . . . . . . ইউনিয়ন পরিষদ, কাশিযানী, গোপালগঞ্জ ।

 

 

 

    মুহাম্মদ আব্দুল লতিফ

   উপজেলা নির্বাহী অফিসার

     কাশিয়ানী,গোপালগঞ্জ।

 

 

 

 

-০৫-

 

পরিশিষ্ট ক ।  উপস্থিত সদস্যবৃন্দ ।  স্বাক্ষরের ক্রমানুসারে

 

01)              জনাব মোঃ আঃ রউফ মোল্লা, ভাইস-চেয়ারম্যান, কাশিয়ানী উপজেলা পরিষদ, কাশিয়ানী

02)             মোছাঃ শামচুন্নাহার, মহিলা ভাইস-চেয়ারম্যান, কাশিয়ানী উপজেলা পরিষদ, কাশিয়ানী

03)             জনাব মুন্সী আজিজুল হক, চেয়ারম্যান, মাহমুদপুর ইউনিয়ন পরিষদ, কাশিয়ানী ।

04)             জনাব মোঃ মাহাবুবুল আলম সেলিম, চেয়ারম্যান, সাজাইল ইউনিয়ন পরিষদ, কাশিয়ানী

05)             জনাব ডেভিড সুরঞ্জন বিশ্বাস, চেয়ারম্যান, রাতইল ইউনিয়ন পরিষদ, কাশিয়ানী

06)             জনাব মোঃ ফিরোজ মোল্লা, চেয়ারম্যান, ফুকরাইউনিয়ন পরিষদ, কাশিয়ানী

07)             জনাব তৌফিকুর রহমান, চেয়ারম্যান, রাজপাট ইউনিয়ন পরিষদ, কাশিয়ানী

08)             জনাব হারানিধি মন্ডল, চেয়ারম্যান, হাতিয়াড়া ইউনিয়ন পরিষদ, কাশিয়ানী ।

09)             জনাব সুনীল কুমার সরকার, চেয়ারম্যান, সিংগা ইউনিয়ন পরিষদ, কাশিয়ানী ।

10)              জনাব মোঃ ইনায়েত হোসেন মিয়া, চেয়ারম্যান, বেথুড়ী ইউনিয়ন পরিষদ, কাশিয়ানী

11)              জনাব মোঃ মোকলেছুর রহমান, চেয়ারম্যান, নিজামকান্দি ইউনিয়ন পরিষদ, কাশিয়ানী

12)             জনাব ডাঃ আবুল খায়ের মোঃ রফিকুল হায়দার, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার, কাশিয়ানী

13)             জনাব ডাঃ এফ এম এ মালেক, উপজেলা প্রাণি সম্পদ অফিসার, কাশিয়ানী ।

14)              জনাব নূর মোহাম্মদ, উপজেলা যুব উন্নয়ন অফিসার, কাশিয়ানী ।

15)             জনাব জীবন কৃষ্ণ চৌকিদার, সহকারী উপজেলা শিক্ষা অফিসার, কাশিয়ানী

16)             জনাব এস এম ইউসুফ, উপজেলা পল্লী উন্নয়ন অফিসার, কাশিয়ানী ।

17)              জনাব মোঃ ওবায়দুর রহমান, উপ-সহকারী প্রকৌশলী, এলজিইডি, কাশিয়ানী ।

18)             জনাব তাপস ফলিয়া, উপজেলা সমাজসেবা অফিসার, কাশিয়ানী, কাশিয়ানী ।

19)              জনাব উদ্ধব চন্দ্র পান্ডে, উপজেলা পরিবার পরিকল্পনা অফিসার, কাশিয়ানী

20)             জনাব মনিরুজ্জামান, সহকারী উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার, কাশিয়ানী ।

21)             জনাব সৈয়দ মোঃ তৈয়ব আলী, উপজেলা আনসার ও ভিডিপি অফিসার, কাশিয়ানী ।

22)            জনাব মোঃ ওসমান খান, উপজেলা পরিসংখ্যান অফিসার, কাশিয়ানী ।

23)            জনাব মোঃ আলাউদ্দিন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার, কাশিয়ানী ।

24)             বেগম নাজনীন সুলতানা জাহান, উপজেলা মহিলা বিষয়ক অফিসার, কাশিয়ানী ।

25)            জনাব মোঃ হায়দার আলী শেখ, উপ-সহকারী প্রকৌশলী, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর, কাশিয়ানী ।

26)            জনাব আব্দুর রউফ মোল্লা, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক, কাশিয়ানী ।

27)             জনাব বিজন কুমার নন্দী, উপজেলা মৎস্য অফিসার, কাশিয়ানী ।

28)            এস আই হাসমতুল্লাহ, কাশিয়ানী থানা ।

29)             জনাব জহির রায়হান পলাশ, চেয়ারম্যান, ওড়াকান্দি ইউনিয়ন পরিষদ, কাশিয়ানী ।

30)             জনাব শরীফ এমদাদুল হক, সহকারী কৃষি সম্প্রসারণ অফিসার, কাশিয়ানী ।

কাশিয়ানী উপজেলা তথ্য বাতায়ন সম্পর্কে যে কোন পরামর্শ বা মতামত থাকলে জানানোর অনুরোধ রইলো। ধন্যবাদ